শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

সাফল্যর ১৩ পেরিয়ে ১৪ তে পা রাখলো মহনা টেলিভিশন!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১৮৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন

নানা আয়োজনের মধ্যে দিয়ে মহনা টেলিভিশনের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার ১১ (নভেম্বর) বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিতে মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো.এহেতেশাম রেজা।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলন খন্দকারের সঞ্চলনায় বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিজেএফ সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ।

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নিউজ টোয়েন্টি ফোরের জাহিদুজ্জামান,কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, দেশতথ্য পত্রিকার সম্পাদক আব্দুল বারি, প্রেস ক্লাবের সভাপতি নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিটিভির সোহেল রানা, মাছরাঙা টেলিভিশনের তাশরিক সঞ্চয় প্রমুখ।

বক্তারা বলেন, সাংস্কৃতিক জেলা কুষ্টিয়ার তৃণমূলের মানুষের সমস্যা, সম্ভাবনা,অনিয়ম দূর্নীতিসহ সব ধরনের খবর মোহনা টেলিভিশনে নিয়মিত প্রচার করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে। এজন্য মোহনা টেলিভিশনের চেয়ারম্যান ও শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারসহ ডেস্কের সকল কর্মকর্তা কলাকৌশলীকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর