শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

খোকসার আলোকিত মুখ সাইফুল আলমের জন্মবার্ষিকী আজ

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৭৬৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৭ মার্চ, ২০২১, ৩:৩৬ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসার আলোকিত মুখ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক শ. ম. সাইফুল আলমের ৫৩তম জন্মবার্ষিকী আজ। ১৯৬৮ সালের ১৭ই মার্চ তিনি খোকসার আমবাড়িয়া গ্রামের শেখ মো. সেকেন্দার আলীর ঘরে জন্মগ্রহণ করেন।

আলোকিত এই মানুষটির বাবা শেখ মো. সেকেন্দার আলী পেশায় একজন চিকিৎসক ছিলেন। সেকেন্দার আলী কলকাতা থেকে এল.এম.এম পাশ করে গ্রামের মানুষদের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। তিনি রাজনীতির সাথেও জড়িত ছিলেন। তিনি ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৬২ সাল থেকে ২০০২ পর্যন্ত একটানা দায়িত্ব পালন করেন তিনি। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা মরহুম গোলাম কিবরিয়ার বিশ্বস্ত সহচর ছিলেন। ১৯৭১ সালে অত্র এলাকার মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং স্বাধীনতার পরে আমবাড়িয়া ও কন্ঠগজরা এলাকার ভাইস চেয়ারম্যান ছিলেন।

শ ম সাইফুল আলমের ছোটচাচা মরহুম শ.ম. শওকত আলী সর্বপ্রথম কুষ্টিয়া জেলার পূর্ণাঙ্গ ইতিহাস লিখেন। শ. ম. শওকত আলী ১৯৬১ সালে ছাত্রলীগ থেকে কুষ্টিয়া সরকারি কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলেন এবং ব্যক্তিগত জীবনে তিনি কুষ্টিয়া জেলা স্কুলের স্বনামধন্য শিক্ষক ছিলেন।

শ.ম. সাইফুল প্রথমে আমবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, তারপর বাহাদুরপুর শহিদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে ১ম বিভাগে এসএসসি পাস করেন। এরপরে ইন্টারমিডিয়েট কুষ্টিয়া সরকারি কলেজে একবছর পড়ে ২য় বর্ষে খোকসা কলেজে ভর্তি হন এবং এই কলেজ হতে ১৯৮৫ সালে ১ম বিভাগে এইচএসসি পাস করেন।

উল্লেখ্য, তার ভাই মো. সিদ্দিকুল আলম খোকসা কলেজের সহকারী অধ্যাপক থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। এইচএসসি পাসের পরে সাইফুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স-মাস্টার্স পাস করে ১৬তম বিসিএসে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে উপপরিচালক হিসাবে কর্মরত আছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর