পিতৃবিয়োগ ঘটেছে সাংবাদিক সাইদুল আনামের। দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রতিনিধি সাইদুল আনাম এর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া।
সাংবাদিক সাইদুল আনামের বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম বৃহস্পতিবার বিকালে ৭২ বছর বয়সে ইন্তেকাল করেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ফোরামের আহ্বায়ক মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি, দৈনিক কুষ্টিয়ার কাগজের বিশেষ প্রতিবেদক, দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক ও উপস্থাপক তাশরিক সঞ্চয়।
দেশের মুক্তিযুদ্ধের পাশাপাশি এলাকায় সমাজ সেবায় প্রয়াত আবুল কাশেমের বিশেষ অবদান রয়েছে।