মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

সাংবাদিক হুমায়ুন ক‌বী‌রের আজ জন্মদিন

ওবাইদুর রহমান আকাশ / ৭৬১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ৪:২৬ পূর্বাহ্ন

আজ ২৮ ফেব্রুয়ারি। সাংবাদিক হুমায়ুন ক‌বী‌রের ৪৪তম জন্মদিন আজ। ১৯৭৭ সালের এই দিনে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের খোদ্দভালুকা গ্রামের একটি সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন তিনি। পিতা মো. আব্দুল ওয়াহেদ মিয়া ও মাতা মোছা. হোসনে আরা বেগমের এগার সন্তানের দ্বিতীয় সন্তান হুমায়ুন ক‌বী‌র। ছয় ভাই পাঁচ বোনের মধ্যে তিনিই বড় ভাই।

হুমায়ুন ক‌বী‌র বেড়ে উঠেছেন গ্রামে। বর্তমানে তিনি খোকসা চুনিয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেছে।

এছাড়াও তিনি খোকসা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ৯০ এর দশকে সাংবাদিকতা শুরু করেন। কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার ও আমাদের অর্থনীতি পত্রিকার খোকসা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, গ্রামীণ ফোন কোম্পানিতে ইনফরমেশন টেকনোলজিতে চাকুরী পাবার পর সরাসরি সাংবাদিকতা না করলেও এই মহান পেশাকে বুকে ধারণ করেন এবং কুষ্টিয়া জেলার অধিকাংশ সাংবাদিকদের সাথে আছে তার সখ্যতা। বর্তমানে তিনি গ্রামীণ ফোনের চাকুরী ছেড়ে দিয়ে নিজেকে পুরোপুরি আত্মনিয়োগ করেছেন সাংবাদিকতায়।

সাংবাদিক হুমায়ুন ক‌বী‌র সংবা‌দের খোঁজে ঘু‌রে বেড়া‌তেন খোকসার এ মাথা থে‌কে ও মাথা। সয়বা‌দের ভেত‌রের খবর বের ক‌রে আনা অনবদ‌্য ক্ষমতা ছিল তার।

কিন্তু হঠাতই থে‌মে যায় সংবাদপাগল এ মানুষ‌টির কর্ম তৎপরতা। আক‌স্মিক দুঘর্টনায় মারাত্বকভা‌বে আহত হোন। বর্তমানে তার শারী‌রিক অবস্থার উন্ন‌তি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর