সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে শনিবার সকালে বাসস্ট্যান্ড চত্ত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম আর শাহীন, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, বাংলা টিভি প্রতিনিধি মাহাবুব উল আহসান উল্লাস, ভোড়ের ডাক প্রত্রিকা প্রতিনিধি মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বিজনেস ফাইল পত্রিকা প্রতিনিধি মাহামুদ হাসান।