শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

সরকারি অফিসের ফাইল নিয়ে পালাল ছাগল!

কুষ্টিয়ার সময় ডেস্ক / ২৮৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৫:০৪ অপরাহ্ন

 

 

সকালে অফিসের সামনে রোদ পোহাচ্ছিলেন কর্মচারীরা। সেই ফাঁকে অফিসে ঢুকে পড়ে একটি ছাগল। পরে ছাগলটি অফিসের একটি ফাইল মুখে করে নিয়ে পালিয়ে যায়। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরের ব্লক অফিসের।

 

ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়, কর্মচারীরা যখন টের পায় ততক্ষণে গুরুত্বপূর্ণ ফাইলটির অর্ধেক সাবাড় হয়ে গেছে। ফাইলের বাকিটা পেতে ছুটতে হয়েছে ছাগলের পিছনে। পরে ফাইলটি পেলেও তাতে থাকা গুরুত্বপূর্ণ নথি চলে গেছে ছাগলটির পেটে। ঘটনাটি হাস্যকর মনে হলেও চাকরি নিয়ে বিপাকে পড়েছেন কর্মচারীরা।

 

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসার পর তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সকলের মাঝেই ছাগলের এই কাণ্ডে হাস্যরসের সৃষ্টি হয়েছে। তবে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন অফিসের কর্মচারীদের দায়িত্ববোধ নিয়েও। ভিডিওতে দেখা যায়, ছাগল বেশ কিছু নথি মুখে নিয়ে ছুটছে। তার পেছনে ছুটে চলেছে এক কর্মচারী। তবে কিছুতেই ছাগলকে বাগে আনতে পারছেন না তিনি। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যায় ছাগলটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর