রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান ও সহ-সভাপতি ঢাকা বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব।
শনিবার এক বিবৃতিতে তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তারা বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি সমাবেশের নামে রাজধানীতে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাদের বর্বরোচিত হামলা গত (২৮ অক্টোবর) বিএনপির ক্যাডার বাহিনীরা জোরপূর্বক ভাবে আমাদের আইডিইবি ভবন অফিসে প্রবেশ করে পূর্বপার্শ্বের গেটের কাছে থাকা আইডিইবির মিনিবাসে আগুন জ্বালিয়ে দেয় এবং আইডিইবি ভবন ব্যাপক ভাবে ভাংচুর করে। এ সময় আইডিইবি ভবনে রক্ষিত অন্য সংস্থার গাড়িতেও আগুন দিয়ে ভাংচুর করেছে। তাদের পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলায় আমাদের আইডিইবি ভবন অফিসের কর্মচারীরাও মারাত্মকভাবে আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান ও সহ-সভাপতি ঢাকা বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব এ সময় তারা আইডিইবি ভবনে উপস্থিত ছিলেন।
তারা আরো বলেন, বিএনপি-জামায়াত যে সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতির এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।