শনিবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম কুমারখালী উপজেলার সদকী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন ।
এ সময় তিনি সদকী ইউনিয়নের ভিজিডি কার্যক্রম পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও সদকী ইউনিয়নের সুন্দৌর্যবর্ধন ও ইউনিয়নের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা,মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস,সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সহ আরো অনেকেই।
এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম কুমারখালী উপজেলার বিভিন্ন দপ্তরের ( উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও তথ্য আপার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও মতবিনিময়সভায় দিক নির্দেশনা প্রদান করেন ।