কুষ্টিয়া জেলার খোকসা থানায় সদ্য যোগদানকৃত ওসি গোলাম মোস্তফা, কুষ্টিয়ার সময় প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে, খোকসার থানার আইনশৃংখলা নিয়ন্ত্রন ,মাদক, সন্ত্রাস সহ সমস্ত অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথা তুলে ধরেন, তিনি বলেন অতীতের যে কোন সময়ের চেয়ে খোকসা থানায় আইনশৃংখলা ভঙ্গকারীদের বিরুদ্ধে খোকসা থানা পুলিশ কঠোর অবস্থানে থাকবে ইনশাল্লাহ। এছাড়া খোকসা বাজারে পাহাড়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজারে পাহাড়া অব্যাহত খাকবে এবং সেটা আরও জোড়দার করা হবে। উল্লেখ্য গত ১৩ই সেপ্টেম্বর, ২০২০ ইং,তারিখে তিনি ৩৫ তম অফিসার ইনচার্জ হিসেবে খোকসা থানায় যোগদান করেন। এর আগে তিনি কুষ্টিয়া সদর থানায় সাফলতার সাথে দায়িত্বপালন করেছেন।