শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

শিগগিরই অবকাঠামো নির্মাণ শুরু হবে দৌলতপুর ফায়ার সার্ভিস স্টেশনের

নিজস্ব প্রতিবেদক / ১১০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৯:৩৩ পূর্বাহ্ন

শিগগিরই নির্মাণ শুরু হবে ফায়ার সার্ভিস স্টেশন। গেল বছরের মাঝামাঝি জায়গা পাওয়া গেছে কুষ্টিয়ার দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য। তবে, বহুল কাঙ্খিত জমি পাওয়া ৮ মাস পার হলেও স্টেশন নির্মাণের কাজ শুরু হয়নি।

উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে চুয়ামল্লিকপাড়ায় নির্মিত হবে দৌলতপুর ফায়ার সার্ভিস স্টেশনটি। ওই গ্রামের প্রয়াত হাজি আবুল খায়ের সাদ উদ্দিনের স্ত্রী হাসিনা বানু তার বসত ভিটার ৮৮ শতাংশ জমি এ স্টেশনটি নির্মাণের জন্য দান করেন।

এবিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ফায়ার সার্ভিসের জন্য জমি হয়ে গেছে। সরকারের প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হবে। আমরা আশা করছি দ্রুত কাজ শুরু হবে।

এবিষয়ে সংশ্লিষ্ট আসন কুষ্টিয়া-১ এর সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, নির্মাণ শুরু প্রক্রিয়া শেষের দিকে, আশা করা যায় শিগগিরই সেখানে অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর