রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসছে আজ

কুষ্টিয়ার সময় ডেস্ক / ১৯৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২৬ মে, ২০২১, ৬:১৯ পূর্বাহ্ন

বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলের কারণে স্থবির হয়ে পড়েছে দেশের শিক্ষা কার্যক্রম। এই অচলাবস্থাকে সচল করতে স্কুল-কলেজ খুলতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের অবস্থানের বিষয়ে জানাতে আজ সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৬ মে) ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, বুধবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চলমান পরিস্থিতিতে শিক্ষার সার্বিক দিক ও সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলবেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের দাবির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় অবগত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ-খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে তা করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটি ও আন্তঃমন্ত্রণালয়ের মতামত নিয়ে করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, আরও এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে দেওয়া হতে পারে। এরপর ধাপে ধাপে স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা আসতে পারে। সেই সাথে ১৮ বছরের ওপরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনা টিকা প্রদান কার্যক্রম জোরালোভাবে শুরু করা হবে। টিকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে হবে।

তারা আর জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বেশি গুরুত্ব দিয়ে ক্লাস করানো হবে। অন্যদের জন্য সপ্তাহে একদিন ক্লাস। অনলাইন ও অফলাইনে ক্লাসের ব্যবস্থা করা হবে। এসব বিষয় তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

এ দিকে, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সোমবার (২৪ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ দিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে মানববন্ধন করা হয়।

আরও পড়ুন : ঢাবি ছাত্রের লাশ উদ্ধার, হত্যার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, যেখানে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই তারা অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে ক্লাস ও পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর