রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

শিক্ষার্থীদের পদচারণায় প্রাণোচ্ছল রূপে খোকসার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

ওবাইদুর রহমান আকাশ / ৪৫১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫৬ অপরাহ্ন

দীর্ঘ সতের মাস পর কুষ্টিয়ার খোকসায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঘন্টা বাজিয়ে ক্লাসের আহ্বান জানানো হয় বিদ্যালয়ে। পরে তাপমাত্র মেপে, মাস্ক প্রদানসহ হাতে জীবাণুনাশক স্প্রের পর ফুলের দিয়ে শুভেচ্ছায় জানিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে হয়েছে। তবে করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাল্যবিবাহ ও কৃষি কাজে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়লেও প্রথমদিনেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতিতে আনন্দিত সংশ্লিটরা।

রবিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শোমসপুর উচ্চ বিদ্যালয়, খোকসা জানিপুর বালিকা বিদ্যালয় ও ইশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় বিদ্যালয়গুলোতে উৎসবের আমেজ ছিলো চোখে পড়ার মত।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে তারা জানান, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রথমদিনে শিক্ষার্থীদের আশাব্যঞ্জক উপস্থিতি পেয়েছি। আমরা পূর্ব থেকে এসারমেনট কার্যক্রম চালু রেখেছি। অভিভাবকরাও শিক্ষার্থীদেরকে নিয়ে বিদ্যালয় এসেছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা সকল প্রস্তুতি পূর্ব থেকে নিয়েছিলাম। এখন আমাদের শিক্ষা কার্যক্রম পুরোদমে চালু হলো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে যাই। এ সময় তিনি তার অভিব্যক্ত ব্যক্ত করে বলেন, সরকারের নির্দেশনা মেনে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কে বরণ করা হয়েছে।

উল্লেখ্য,
খোকসা উপজেলায় ৮টি মাদ্রাসা, ৪টি কলেজ, ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসা ৮টি এছাড়াও রয়েছে ৮৭ টি প্রাথমিক বিদ্যালয়। এসব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায় ১৪ হাজার ৮ শত ৮০ জন শিক্ষার্থী রয়েছে এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ১শত ২০ জন। তবে করোনা মহামারি কাটিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় আবারও প্রাণ ফিরে পাবে এমনটাই প্রতাশা সকলের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর