শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

লালন উৎসবের জন্য প্রস্তুত ছেঁউড়িয়া:জড়ো হচ্ছে ভক্ত-অনুসারীরা!

মো.মোমিন ইসলাম, কুষ্টিয়া / ২১৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ১১:২৭ অপরাহ্ন

আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে পহেলা কার্তিকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে শুরু হবে তিন দিনব্যাপী লালন মেলা। মঙ্গলবার সন্ধ্যায় তিন দিনব্যাপী বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিরোধান দিবস উপলক্ষে লালন মাজারকে সাজানো হয়েছে নতুন সাজে। মাজারের ভেতরে লালন একাডেমির আশপাশ এলাকায় বসবে বাউল ফকিরদের আলাদা আলাদা আসর। বাইরে উন্মুক্ত লালন মঞ্চে চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গান গাইবেন লালন একাডেমির শিল্পী সহ দেশের নানা প্রান্তে থেকে আগত ভক্ত অনুসারীরা। উৎসবকে ঘিরে ছেঁউড়িয়ায় কালি নদীর পাড়ে বসছে তিন দিনের লালন মেলা। বাউল দর্শন আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ আরো নানা আয়োজন।দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

লালনের আখড়াবাড়িতে গিয়ে দেখা যায়, ফকির লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে হাজারো ভক্ত-অনুসারীরা দূরদূরান্ত থেকে আসতে শুরু করেছেন ছেঁউড়িয়ায় লালন শাহ আখড়াবাড়িতে। কালি নদীর পাড় ঘেঁষে লালন মাঠে কয়েকশো অস্থায়ী থাকা-বসার জায়গা ও দোকান বসেছে। কেউ সঙ্গীদের সাথে নিয়ে গান গাইছেন, কেউ রান্না করছেন। তারা যশোর, নওগাঁ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, রাজশাহী, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, মাদারীপুর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। গত এক সপ্তাহ ধরে তারা জড়ো হচ্ছেন ছেঁউড়িয়ায়।

আব্দুল সালাম নামের এক ব্যক্তি বলেন, আমি গত চারদিন আগে এখানে এসেছি। আমি লালন ভক্ত মানুষ। লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আমি এখানে এসেছি। আমার মতো হাজারো ভক্ত-অনুসারীরা এখানে এসেছেন। বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই লোকজন আসছে। লাখ লাখ মানুষের সমাগম হয়ে থাকে লালন মেলায়। বহু বছর আগে থেকে আমি এখানে আসি। এখানে আসলে খুব ভালো লাগে।

স্থানীয়রা বলেন, গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা এসে জড়ো হচ্ছেন।। তারা তিরোধান দিবস উপলক্ষে এখানে আসছেন। প্রতি বছরই লালন মেলায় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন।

লালন একাডেমির অ্যাডহক কমিটির সদস্য তাইজাল আলী খান বলেন, তিরোধান দিবস উপলক্ষে লালন মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে তিনদিন ব্যাপী লালন মেলা হবে। কয়েকদিন আগে থেকেই দূরদূরান্ত থেকে ছেঁউড়িয়ায় আসতে শুরু করেছেন ভক্তরা অনুসারীরা। অন্যান্য বারের মতো এবারও হাজার হাজার মানুষের আগমন ঘটতে পারে।

এসব বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি মো. এহেতেশাম রেজার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ না করায় না বক্তব্য নেওয়া সম্ভব হইনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পলাশ কান্তি নাথ বলেন, লালন মেলা উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। মাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।

উল্লেখ্য, বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকেই কুমারখালী ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে পালিত হয়ে আসছে লালন তিরোধান উৎসব। অনুষ্ঠানকে ঘিরে প্রতিবছর লালনের আখড়া বাড়িতে সমাগম হয় হাজার হাজার মানুষের। এ উৎসবকে ঘিরে দেশ-বিদেশ থেকে দলে দলে মানুষ ছুটে আসেন লালনের আখড়ায়। কয়েক দিন আগ থেকেই লালন ভক্ত ও বাউলরা আখড়াবাড়িতে হাজির হন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর