করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকারের জারি করা সাত দিনের কঠোর বিধিনিষেধের (লকডাউন) চতুর্থ দিন আজ। কুষ্টিয়ার কুমারখালীতে লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। বিধিনিষেধ মানাতে পুলিশের পক্ষ থেকে উপজেলার পৌরসভা ও ১১ টি ইউনিয়নে চলছে মাইকিং।
সকাল থেকেই থানা পুলিশ বিভিন্ন এলাকায় পেট্রোল অভিযান চালান লকডাউন কার্যকর করতে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে মানুষকে সচেতন করতে পৌরসভা সহ ১১ টি ইউনিয়নে মাইকিং করা হচ্ছে।