কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর থেকে আনুমানিক ১৮-২০ বছর বয়সী অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে ওই তরুনীর নাম পরিচয় এখনো যানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যাই, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে কুমারখালী থানা-পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়েছি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।