শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

রাস্তার পাশে পড়েছিল ঘোড়ার গাড়িচালকের মরদেহ, স্ত্রী ও শাশুড়ি আটক

নিজস্ব প্রতিবেদক / ১৬৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ২:২৩ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড়ের রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পেশায় ঘোড়ার গাড়িচালক রুবেল হাসিমপুর গোলাইমোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। নিহতের পরিবারের দাবি শ্বশুরবাড়ির লোকজন ডেকে নিয়ে রুবেলকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছেন।

বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল রোববার তাঁদের একটি মৃত সন্তান হয়। সন্ধ্যায় রুবেলের স্ত্রীর ভাই মিঠু শেখ রুবেলকে মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যান। সোমবার ভোরে স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। রুবেলের শ্বশুরবাড়ির লোকজন তাঁর ছেলেকে হত্যা করেছেন বলে দাবি করেন তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য রুবেলের দ্বিতীয় স্ত্রী ও শাশুড়িকে থানায় নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর