কুষ্টিয়ার কুমারখালীর বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কাস (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় চরসাদীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে সাদীপুর কেন্দ্রীয় কবর স্থানে মরদেহটি দাফন করা হয়।
এরআগে বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কাস এর মরদেহটির কফিনে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা ৪৬ মিনিটে তার নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন।