শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

রাজনী‌তির ভে‌ল্কিবা‌জি : ম‌নোনয়নে চূড়ান্ত জয় তা‌রি‌কেরই!

মমিন হোসেন ডালিম / ১৬১৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ৫:২৬ অপরাহ্ন

কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্তকে। রাজনৈতিক নাটকীয়তার মধ্যে দিয়ে দু-দিন পরেই আল মাসুম মোর্শেদ শান্ত’র মনোনয়ন বাতিল করে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিককে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

রিটানিং অফিসার খোকসা পৌরসভা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর প্রেরিত একটি চিঠিতে বলা হয় জনাব, স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচনে মেয়র পদে আল মাছুম মুর্শেদকে দলের মনোনয়ন প্রদান করা হয়েছিল। পরবর্তীতে তার মনোনয়ন বাতিল করে ৩০ নভেম্বর ২০২০ তারিখে মোঃ তারিকুল ইসলামকে আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো। চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়।

এ বিষয়ে আল মাসুম মোর্শেদ শান্ত জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার এই মনোনয়ন বাতিল করা হয়েছে ।

এ বিষয়ে নৌকার মনোনয়ন পাওয়া বর্তমান মেয়র, প্রভাষক তারিকুল ইসলাম তারিক বলেন, নেত্রী আমাকে মনোনীত করেছেন এর জন্য আমি সর্বপ্রথম সৃষ্টিকর্তা কাছে কৃতজ্ঞতা জানাই সেই সাথে ধন্যবাদ জানাই কুষ্টিয়া বাসীর গর্ব ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও খোকসা চার আসনের সংসদ সেলিম আলতাফ জর্জকে।

এদিকে খোকসা পৌরসভায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়ন করেছে জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর