কংগ্রেসের দীর্ঘ এক বছর পর আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। ঘোষিত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আর এ কমিটিতে ঠাঁই হয়েছে ২০১ জনের। সংগঠনটি প্রতিষ্ঠার পর সদস্য সংখ্যার আকারে এটি সবচেয়ে বড় কমিটি।
এমপি সেলিম আলতাফ জর্জ ছাড়াও এ কমিটিতে জায়গা পেয়েছেন আরও কয়েকজন সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে এসেছে নতুন মুখ, সিসি কমিটির সদস্য ও সাবেক কমিটির বেশ কয়েকজন। কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সাংবাদিক।
নতুন কমিটিতে বাদ পড়েছেন যুবলীগের গত কমিটির বিতর্কিত নেতারা। পাশাপাশি বয়স ৫৫ বছরের বেশি হওয়ায় বাদ পড়েছেন ৭০ জনের বেশি।
এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল।
সেলিম আলতাফ জর্জের সাংগঠনিক এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, কুমারখালীর পৌর মেয়র অরুণ, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু।
অভিনন্দন বার্তায় তারা বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খানের প্রতি কৃতজ্ঞতা এমপি সেলিম আলতাফ জর্জকে প্রেসিডিয়াস সদস্য নির্বাচিত করায়। এমন অর্জনে খোকসা কুমারখালীর তৃণমুলের রাজনীতিতে আরও গতি আসবে।