বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত শান্তি সমাবেশ উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নেতৃত্বে সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় আল্লাহ দর্গায় অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিস থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান লস্কর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ হাদী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজ, সাবেক ছাত্রনেতা ড. গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল মজিদ, যুবলীগ নেতা নূর মোহাম্মদ জিকুসহ, ছাত্রলীগ ও যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ সংক্ষিপ্ত শান্তি সমাবেশ ও মিছিলে উপজেলা বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।