আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল করার লক্ষ্যে কুমারখালী উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় কুমারখালী – খোকসা আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের কার্যালয়ে।
আগামী ১১( নভেম্বর) যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল করার লক্ষ্যে আজ যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কুমারখালী উপজেলা যুবলীগের বিশেষ এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর রশিদ হারুন ও পরিচালনা করেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুন।
উপজেলা যুবলীগের বর্ধিত সভায়, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত হন।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি হারুনর-অর রশিদ হারুন, সহ-সভাপতি এস এম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন দ্বীপ,যুগ্ম সম্পাদক মুনছুর জামান তুহিন, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.চঞ্চল হোসেন প্রমুখ।