শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

ম‌ন্দির ক‌মি‌টির আপ‌ত্তি‌তে খোকসা বাজার অব‌শে‌ষে হাইস্কুল মা‌ঠে

ওবাইদুর রহমান আকাশ / ৮৯৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৪ জুলাই, ২০২১, ৫:২৮ অপরাহ্ন
ফাইল ছবি- নাহিদুরজ্জামান

কুষ্টিয়ার খোকসার পৌর বাজার কালিবাড়ি মাঠে কাঁচাবাজার ও মাছ বাজার স্থানান্তরে কথা থাকলেও বাদসাদে মন্দির কমিটি, তবে একদিন পর স্কুল মাঠে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিরার (৪ জুলাই) সকালে করোনা সংক্রমণ রোধ ও সামাজিক দুরত্ব নিশ্চিতে কাঁচা বাজার ও মাছ বাজারে কমিটি ও প্রশাসনের সমন্বয়ে সোমবার (৫ জুলাই) থেকে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কাঁচাবাজার ও মাছ বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, উপজেলার পৌর বাজার কালিবাড়ি মাঠে স্থানান্তরে কথা থাকলে বাদসাদে মন্দির কমিটি। পরে মন্দির কমিটি মাঠের পশ্চিম দিকে বাজার বসানোর কথা বললে পানির কারণে দোকানীরা রাজি না হওয়ায় মাঠের প্রধান দুই ফটকে তালাবন্ধ থাকে সারাদিন। বাজার বন্ধ থাকায় ভোগান্তিতে পরতে হয়েছে বাজার করতে আসা মানুষদের। পরে কাঁচা বাজার ও মাছ বাজারে কমিটি ও প্রশাসনের সমন্বয়ে রবিরার সকালে জরুরি ভিত্তিতে বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সদ্য মেরামত (খেলাধুলার উপযোগী) করা মাঠটিতে বাজার বসানোয় ক্ষুব্ধ হলেও বাদসাদেন নি করোনা সংক্রমণ রোধে ক্রিয়া অঙ্গনে মানুষগুলো। মাঠটি বড় হওয়ায় বেশ দূরত্ব রেখে কেনাকাটা করতে পাবে ক্রেতারা এমনটাই বিভিন্ন সুত্রে জানা যায়।

পাখির চোখে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ-ছবি- পল্লব বিশ্বাস (সংগৃহীত)

 

খোকসাবাসী সোমবার থেকে কাঁচাবাজার ও মাছ বাজার করার জন্য খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর