শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

ম্যাজিক বাউলিয়ানার তিন বিচারকের দু’জনই কুষ্টিয়ার!

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১০ মে, ২০২২, ২:০৩ অপরাহ্ন

বর্তমান প্রজন্মের কাছে এবং সারাবিশ্বে বাংলার বাউল সংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে আবারও শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’। আর এবারের আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন কুষ্টিয়ার শফি মন্ডল এবং শাহানাজ বেলি ছাড়াও আছেন আরিফ দেওয়ান।

লোকসংগীত আবহমান বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। যার আবেদন রয়েছে সমাজের সর্বস্তরে। লোকসংগীতের সুরের মূর্ছনায় জীবন্ত হয়ে উঠে বাংলার প্রকৃতি ও মানুষের আবেগ। আয়োজকরা বলছেন, ঐতিহ্যবাহী লোকগানের এই আবেদনকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ার অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা।

১০ মে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় এই চতুর্থ আসরের। এতে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মো. সাঈদসহ সংশ্লিষ্ট আরও বিশিষ্টজন।

সংবাদ সম্মেলনে অঞ্জন চৌধুরী জানান, বাউল গানের চর্চা এবং প্রসারে এই বাউলিয়ানার আয়োজন হলেও এখানেই থেমে থাকা নয়। গত আসরের গাওয়া ১১০টি বাউল গান শুদ্ধরূপে সংকলন করে একটি বই প্রকাশ করা হবে, যা ভবিষ্যতে আর্কাইভ হিসেবে থেকে যাবে। এছাড়াও ৩৫ জন গুণী বাউল শিল্পীর জীবনী, তাদের অবদান এবং জনপ্রিয় ৮টি বাদ্যযন্ত্র নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ভিডিও নির্মাণ করা হয়েছে, যেগুলো ম্যাজিক বাউলিয়ানার পেজ থেকে একে একে পাবলিশ করা হবে।

তিনি আরও জানান, বাউল শিল্পীদের রয়ালিটি নিশ্চিত করা, তাদের এ ব্যাপারে সম্যক জ্ঞান দেওয়া, ইউটিউবে তাদের পেজ খুলে গান আপলোড করে রেভিনিউ লাভের বিষয়টিও শিল্পীদের জানানো হয়।

আয়োজকরা বলছেন, ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর ব্যতিক্রমী দিকটি হচ্ছে, এবার শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও যে কেউ বাংলায় বাউল গান গেয়ে অংশ নিতে পারবেন। চতুর্থ আসরের রেজিস্ট্রেশন চলবে ২৬ মে পর্যন্ত। আর অডিশন রাউন্ড হবে বাংলাদেশের ৭টি অঞ্চল- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে।

বাছাই করা এই প্রতিযোগীদের নিয়েই বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর মূল প্রতিযোগিতা শুরু হবে। এদের মধ্য থেকে সেরা তিন শিল্পীকে ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য থাকছে নানা রকম স্বীকৃতি ও পুরস্কার। দেশ-বিদেশের লোকসংগীত শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এই আয়োজন দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়, ম্যাজিক বাউলিয়ানার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

এই আয়োজনের মূল পর্বে উপস্থাপনার দায়িত্বে থাকবেন সংগীত জগতের পরিচিত দুই ভাইবোন- সন্ধি ও স্বাগতা।

এই আয়োজনের ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোব পার্টনার দেশাল। ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে আরও জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানা-এর ওয়েবসাইট (www.magicbauliana.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/magic bauliana) অথবা ফোন করুন টোল ফ্রি নম্বরে ০৮০০০৮৮৮০০০।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর