শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

মৌসুমি ফল আম পেয়ে আনন্দে আত্মহারা এতিম শিশুরা

নিজস্ব প্রতিবেদক / ৩০৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ৯:১১ অপরাহ্ন

এতিম শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ করেছে কুষ্টিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন। শুক্রবার (১৬ জুন) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পরানখালি এতিমখানা ও মাদ্রাসার শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে এই ফল বিতরণ করা হয়। মৌসুমি ফল আম পেয়ে মাদ্রাসাটির শিশু শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা,একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলেন,‘আমরা সারাবছর অপেক্ষায় থাকি আম খাওয়ার জন্য। একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন আমাদের সেই ইচ্ছা পূরণ করেছে।’ অনেকেই আমাদের অনেক ধরনের খাবার দেয়। কিন্তু এই ফল দেওয়া আমাদের জন্য অনেক খুশির।’

মাদ্রাসাটির শিক্ষকরা বলেন,‘একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এতিম শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ করে শুভ কাজের নতুন দৃষ্টান্ত স্থাপন করল। আশা করি তারা এ ধরনের কাজ অব্যাহত রাখবে।’

স্বেচ্ছাসেবী সংস্থা একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের সভাপতি জীবন রহমান মহন বলেন,নিজেদের অনুপ্রেরণা থেকেই এই শুভ কাজটি করেছি। আমরা ভবিষ্যতে এ ধরনের কাজ অব্যাহত রাখব।’

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফাউন্ডেশনটির সদস্য তাইয়্যেবা তাবাসসুম, সুমাইয়া খাতুন, তামিম, হিমেল, শাওন, আইকে তামিম, জুবায়ের, শামীম, রাব্বি, আশিক প্রমুখ। এসময় শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে এ ফল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর