শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

মৌলবাদের তাণ্ডবের প্রতিবাদে রাজপথে খোকসা যুবলীগ

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৭৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৮ মার্চ, ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ন

দেশব্যাপী ধর্মীয় উষ্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা ও ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে মৌলবাদীদের তাণ্ডবের প্রতিবাদে কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) রাতে উপজেলা যুবলীগের কার্যালয় হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাপ্পী বিশ্বাস রাজুর নেতৃত্বে নেতাকর্মীরা হেফাজত ইসলামের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে শ্লোগান দেয় প্রতিবাদকারীরা।

বাপ্পী বিশ্বাস রাজু পথসভায় বলেন, জামাত-শিবিরের সহযোগিতায় হেফাজতে ইসলামের নাম ব্যবহার করে একটি চক্র দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ও সহজ সরল মাদ্রাসা ছাত্রদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে ব্যাবহার শুরু করেছে। দেশকে অস্থিতিশীল করতেই তারা হরতেলের ডাক দিয়েছেন।

রাজু আরো বলেন, হরতালের নামে খোকসায় কোনো নৈরাজ্য হতে দেয়া হবে না। আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবে, জনগণের সম্পদ বিনষ্টের চেষ্টা হলে, প্রয়োজনে প্রতিহত করা হবে।

মিছিলে বাপ্পী বিশ্বাস রাজু ছাড়াও উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন স্তুরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর