শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

মেয়র পদে ২ আ.লীগ নেতার দৌড়ঝাঁপ, নীরব বিএনপি

নিজস্ব প্রতিবেদক / ৯৯৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ৩:৩০ অপরাহ্ন

তফসিল ঘোষণার আগ থেকে খোকসা পৌরসভার মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দুই নেতা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর খোকসা পৌরসভার ৪র্থ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ হালনাগাদকৃত তালিকা অনুযায়ী খোকসার মোট ভোটার ১৪ হাজার ৯২৩ জন। পৌর সভার আসন্ন নির্বাচনে ক্ষমতাশীল আওয়ামী লীগের একাধিক মেয়র প্রার্থীসহ প্রায় হাফ ডজন প্রার্থী প্রচার চালাচ্ছেন। কিন্তু গত ২২ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীর সংখ্যা কমে দু’জনে এসে দাঁড়িয়েছে। বাকিদের এই দুদিনে আর নির্বাচনী প্রচারে দেখা যায়নি।

এদিকে, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজ আহাম্মেদ রাজু প্রচার চালালেও তা অনেকটাই নীরবে।

অপরদিকে, আওয়ামী লীগের দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন করার প্রত্যয় নিয়ে জোরে সোরে প্রচার চালাচ্ছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক। একই পদে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন উপজেলা আওয়ামী লীগের একই কমিটির দুইনং যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত। তাদের দু’জনেরই ভোট যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের দ্বিধাবিভক্ত নেতা রয়েছেন।

তবে খোকসা থানা আওয়ামী লীগের একাংশের নেতাদের দাবি, বর্তমান মেয়র তারিক দলের জন্য একজন নিবেদিত মানুষ। দলীয় নমিনেশন তাকে দিলে ভালো হবে। যুব সমাজের কাছে আলাদা ইমেজ আছে আল মাছুম মোর্শেদ শান্তর এমন দাবি তার সমর্থকদের।

এর আগে, খোকসা উপজেলা নির্বাচনে এবং পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে শান্ত হেরে গেলেও সেই সব নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন তিনি।

বর্তমান মেয়র তারিকুল ইসলাম তারিক আবারো দলীয় প্রতীক নৌকা পাওয়ার ক্ষেত্রে শতভাগ আশা ব্যক্ত করেছেন। তিনি তার উন্নয়নমূলক কর্মকাণ্ড এলাকাবাসীর মধ্যে তুলে ধরে প্রচার চালাচ্ছেন এবং আগামীতে কি কি করতে চান তার বার্তা পৌরবাসীদের মধ্যে পৌঁছে দিচ্ছেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খানের অনুসারী ।

অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত গত উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের কাছে। তিনি পৌরবাসীদের ভোট পাবেন বলে শতভাগ বিশ্বাস করেন। পৌর এলাকায় জোর প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি। এই নেতা কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের অনুসারী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর