শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

মেয়েটিকে পরিবারের কাছে ফিরে যেতে সহায়তা করুন’

নিজস্ব প্রতিবেদক / ৯১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন

মেয়েটির বয়স আনুমানিক ১৬ থেকে ১৮ বছরের মধ্যে হবে। চেহারা ও পরনের জামাকাপড় দেখে মনে হচ্ছে সচ্ছল পরিবারের সন্তান। মলিন মুখে বসে আছে খুলনা শিববাড়ী এবং সোনাডাঙ্গার মাঝামাঝি সামি হাসপাতালের সামনে।

ঘটনাটি বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরের। পথচারীরা তার সম্পর্কে জানার চেষ্টা করছেন। তার পরিচয় কী, বাবা-মা বা বাড়ি কোথায় এমন নানা প্রশ্ন করছেন পথচারীরা। কিন্তু মেয়েটি নিরুত্তর।

এরপর মেয়েটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে কয়েকজন পথচারী যাতে মেয়েটির পরিবার তার সন্ধান পায়। মুহূর্তে নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে গেছে। তাদের অনেকেই নিজস্ব ওয়ালে মেয়েটির নিখোঁজ হওয়ার বিষয়টি শেয়ার দিচ্ছেন যাতে তার পরিবার খোঁজ পায়।

আমীর মুহাম্মদ নামে একজন নেটিজেন ফেসবুকে মেয়েটির ছবি দিয়ে লিখেছেন, ‘এই মেয়েটিকে খুলনা শিববাড়ী এবং সোনাডাঙ্গার মাঝামাঝি সামি হাসপাতালের সামনে পাওয়া গেছে। মেয়েটি কথা বলছে না। বয়স আনুমানিক ১৬-১৮ মনে হচ্ছে। সম্ভবত মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। দেখে মনে হচ্ছে ভালো পরিবারের মেয়ে। যদি কেউ পরিচয় জানতে পারেন তাহলে সোনাডাঙ্গা থানায় যোগাযোগের অনুরোধ করা হলো!’

আরেকজন পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘মেয়েটিকে পরিবারের কাছে ফিরে যেতে সহায়তা করুন। দয়া করে শেয়ার দিন’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর