শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

মিরপুরে ৪২ কোটি ৪৬ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

কুষ্টিয়ার সময় অনলাইন / ১৮১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:১০ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে বিপুল পরিমাণের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে এক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক পারভীন আক্তার প্রমুখ।

পরবর্তীকালে অতিথিবৃন্দ বিভিন্ন সময়ে ৪৭ বিজিবির আটককৃত ২৩ হাজার ৭শ ১৮ বোতল বিদেশী মদ, ২০ হাজার ১শ ৮৯ বোতল ফেনসিডিল, ৬শ ৬৭ কেজি গাঁজা, ৮৪ হাজার ৭৪ প্যাকেট পাতার বিড়ি, এক লক্ষ ১০ হাজার ২শ ৪১ পিচ ইয়াবা, ১শ ৫ গ্রাম হেরোইন ও বিভিন্ন প্রকার ট্যাবলেট দুই লক্ষ পাঁচ হাজার ৮শ ৬৬ পিচ।

যার আনুমানিক মূল্য ৪২ কোটি ৪৬ লক্ষ এক হাজার ৬শ ৪০ টাকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর