বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন ২৮ সেপ্টেম্বর। এই সময়ের দুই দিন আগেই দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবচেয়ে বড় চমক তামিম ইকবালের জায়গা না পাওয়া। নির্বাচকদের ব্যাখা-চোটের কারণে এই অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি। তবে তামিম শোনালেন ভিন্ন কথা।
তামিমকে মিডল অর্ডারে খেলার অফার দিয়েছিলেন নির্বাচকরা। তবে সেটি গ্রহণ করেননি তামিম। তিনি ওপেনিংয়ে খেলতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তাদের সঙ্গে না মেলায় স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তামিমকে।
তামিম বলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললো, ‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’ আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকবো। তো কি কারণে খেলবো না? তখন বললো, ‘আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’
বিস্তারিত আসছে…..