শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন

মারা গে‌ছেন খোকসার সংগীতগুরু সুশান্ত মজুমদার

নিজস্ব প্রতি‌বেদক / ১৪৭০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৯:২২ পূর্বাহ্ন

এক বছর আ‌গের সড়ক দুর্ঘটনায় বামহাত‌টি ক্ষ‌তিগ্রস্ত হ‌লেও এবার আর বাঁচ‌তে পার‌লেন না কু‌ষ্টিয়ার খোকসার সংগীতগুরু ও বেতার‌শিল্পী সুশান্ত মজ‌ুমদার। মঙ্গলবার (১৬ ন‌ভেম্বর) বেলা সাড়ে ১২ টায় এক মর্মা‌ন্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান খোকসার নজরুল সংগীত শিল্পী সুশান্ত মজুমদার।

জানা গে‌ছে, মঙ্গলবার বেলার১২টার দি‌কে গানের ক্লাস নি‌তে বাড়ি থেকে রওনা হোন কু‌ষ্টিয়ার উ‌দ্দে‌শ্যে। প্রত‌্যক্ষদর্শীরা জানান, খোকসা বাসস্ট‌্যান্ড থেকে মাহেন্দ্রতে যাওয়ার প‌থে কুষ্টিয়া-রাজবা‌ড়ী আঞ্চ‌লিক মহাসড়কের কু‌ষ্টিয়া সি‌টি ক‌লে‌জের সাম‌নে এক‌টি মাই‌ক্রোবাস স‌জো‌রে ধাক্কা দেয় ত্র বহনকারী মা‌হেন্দ্রতে। এ‌তে তি‌নি গুরুতর আহত হোন। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে কু‌ষ্টিয়া সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চিকিৎসক তা‌কে মৃত‌্যু ঘোষণা ক‌রেন।

খোকসার এই আ‌লো‌কিত সংগীত শিল্পীর মৃত‌্যু‌তে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।

প্রসঙ্গত সুশান্ত মজুমদার দীর্ঘদিন ধ‌রে গা‌নের শিক্ষকতার সা‌থে জ‌ড়িত ছি‌লেন। তার হা‌তে তৈ‌রি হ‌য়ে‌ছে অসংখ‌্য শিল্পী। খোকসা উপ‌জেলা সাংস্কৃ‌তিক সংস্থা (উসাস), সূর্যমুখী স্কুলসহ কু‌ষ্টিয়া ও পাংশা শিল্পকলা একা‌ডে‌মিতেও শিক্ষকতা ক‌রে‌ছেন।

খোকসার এই গুণী শিল্পীর মৃত‌্যু‌তে গভীর শোক প্রকাশ কর‌ছে কু‌ষ্টিয়ার সময়। তার প‌রিবার যেন এ শোক কা‌টি‌য়ে উঠ‌তে পা‌রেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর