কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ে মাতৃভূমি সমাজ কল্যাণ সংস্থা, পাটিকাবাড়ীর উদ্যোগে অসহায় দুস্থ্য নারীর আত্নকর্মসংস্থানে সেলাই মেশিন অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে জেলা সমাজসেবা কার্যালয়ে নারীর আত্নকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন অনুদান দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোছাঃ রোখসানা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি শেখ মতিয়ার রহমান কনক, সাধারণ সম্পাদক পাপিয়া সুলতানা, ভূমি উপসহকারী শেখ জাহিদুল ইসলাম রাজু, নির্বাহী সদস্য আবু হানিফা, শেখ আতিকুর রহমান, মোছাঃ জান্নাতুল খাতুন জান্নাত প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অসহায় নারীদের আত্নকর্মসংস্থানের জন্যে মাতৃভূমি সমাজকল্যাণ সংস্থার এই উদ্দ্যোগকে স্বাগত জানাই। সমাজকল্যাণ সংস্থাগুলোর এ ধরনের উদ্দ্যোগ সমাজে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রাকে আরো সুসংগঠিত করবে।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি বলেন, মাতৃভুমি সমাজকল্যাণ সংস্থা অর্থসামাজিক উন্নয়নে তাদের সামাজিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।এ কাজে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।