শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

মনিরুল ইসলাম মনির কবিতা ‘ফাঁদ’

মনিরুল ইসলাম মনি / ৬৪৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ৬:০৮ পূর্বাহ্ন
ছবি : ইন্টারনেট

কোনো এক অপ্রত্যাশিত অমাবশ্যার
ঘোর কালো ভেদে
এসেছিলে নীলকান্তমণি হয়ে।
ভেবেছিলাম- শনির অশুভ শক্তি-
নাশ হয়তো হবেই এবার।

নাহ্!
আমার বাসনাটি নিতান্তই ছিল মিথ্যে
ওটা ছিল নকল নীলকান্ত…
নীলকান্তের ফাদেঁ ঠকেছিলেন
ব্রিটিশ রাজা এডওয়ার্ডও!

অবিনশ্বর সব শক্তিই যেন
আমার পাপ।
ধূসর থেকে রঙিন হয়েছে
আমার পাপালিপির প্রতিটি পাতা।

তাম্রকাগ‌জে কালোর পঙতিমালাগুলো যেন
অট্টহাসি দিয়ে আমাকে নিয়ে
ঠাট্টা করে বলে-
‘বড়ই অভাগা তুমি’।

আর আমি বলি-
‘হতভাগ্য’ আমার আভিজাত্য
আমার সোপান!
মিথ্যের ফাঁদে- তুমিও পড়বে একদিন…


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর