শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

ভ্যান হা‌রি‌য়ে ট্রেনের নি‌চে জীবন গে‌ল কুমারখালীর মুন্নার!

নিজস্ব প্রতিবেদক / ৩৭৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ৭:১১ পূর্বাহ্ন

কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন নগর নামকস্থানে ট্রেনে কাটা পড়ে মুন্না (৫৫) নামে একজন নিহত হয়েছে। আজ (বুধবার) সকালে আলাউদ্দিন নগরের পশ্চিম পার্শে কালু মোড়ে এ ঘটনা ঘটে। সে কুমারখালী উপজেলার কয়া মাঠপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মুন্না।

স্থানীয় সূত্রে জানা যায়; হাটে পাখি ভ্যান নিয়ে পিয়াজ বিক্রি করতে যান মুন্না। হাটের ভিতর থেকে তার নিজস্ব পাখী ভ্যানটি রেখে পিয়াজ বিক্রি করেন। পিয়াজ বিক্রি শেষে তার নিজস্ব পাখী ভ্যান না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। দুশ্চিতায় নিয়ে বাড়ী ফেরার পথে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রেন নিচে পড়ে ঘটনাস্থলে সে নিহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তার মরদেহ খন্ড খন্ড হওয়া দেখে কুমারখালী থানায় খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার  নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর