কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ছবি :কুষ্টিয়ার সময়
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান। এসময় সুপ্রিম কোর্টের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন।
আমাদের ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।