শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

ভারতীয় ভিসা এখন কুষ্টিয়ায়

কুষ্টিয়ার সময় ডেস্ক / ১২৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ৫:৪৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় খুব শীঘ্রই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এখনো টুরিষ্ট ভিসা চালু হয়নি। তবে টুরিষ্ট ভিসা চালু হওয়ার পর পরই কুষ্টিয়াসহ আশেপাশের অন্তত পাঁচ জেলার মানুষের চাহিদা ও সুবিধার্থে এখানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হবে।

বুধবার সকালে স্থানীয় রেষ্টুরেন্টের হলরুমে মত বিনিময়কালে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী এক মতবিনিময় কালে একথা বলেন।

সহকারী হাই কমিশনার সঞ্জীব ভাটী বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতীম প্রতিবেশী রাষ্ট্র। দুদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজমান এবং ব্যবসা-বাণিজ্য প্রসারসহ সাহিত্য-সংস্কৃতিতে ঐতিহ্যগতভাবে মিল যথেষ্ট। এর আগে তিনি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়িতে ভারতীয় অর্থায়নে নির্মিত আধুনিক কমপ্লেক্সসহ অন্যান্য অবকাঠামো এবং মেহেরপুর জেলার মুজিবনগরে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেন।

মত বিনিময়কালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অজয় সুরেকা, দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর