আন্ত: স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায় উপজেলা ও জেলা ছাড়িয়ে বিভাগীয় পর্যায়ে সেরা খেলোয়ার হয়েছেন মোছা. রাবেয়া খাতুন (১৩)। এবার জাতীয় পর্যায়ে আগামী ১৯ ডিসেম্বর ঢাকা শিশু একাডেমীতে খেলবে রাবেয়া। সেখানে খেলার জন্য দরকার একটা ভাল ও মানসম্মত ব্যাট। যা তাঁর নেই। ফলে একটি ব্যাটের অভাবে ঢাকা খেলা অনিশ্চিত হয়ে পড়েছে এই ক্ষুদে খেলোয়ারের।
রাবেয়া কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খয়েরচারা গ্রামের ভ্যান চালক মো. মামুন হোসেনের মেয়ে ও তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট সে।
জানা গেছে, ছোট বেলা থেকেই মেয়েটি ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, উচ্চ লাফ, ব্যাটমিনটন, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় সমান পারদর্শী। আর্থিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ইতিমধ্যে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সে।
সম্প্রতি শীতকালীন প্রতিযোগিতায় (৫০) তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে (খুলনা ও বরিশাল বিভাগ) গোলাপ অঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উচ্চ লাফে প্রথম স্থান অর্জন করে। মেয়েটি এখন এলাকার মানুষের কাছে প্রশংসিত ব্যক্তি।
এবিষয়ে রাবেয়া খাতুন বলেন, ‘ বড় খেলোয়ার হতে চাই। কিন্তু পরিবারের সেই রকম সামর্থ নেই। অর্থের অভাবে সব খেলা খেলতে যেতে পারে না। খেলা খেলতে ভাল সরঞ্জাম ও পোষাক লাগে। বাবার ইচ্ছে থাকলেও অর্থ নেই। এবার ব্যাডমিন্টনে বিভাগীয় সেরা হয়েছি। ১৯ ডিসেম্বর ঢাকায় খেলা। একটা ভাল ব্যাট দরবার। বাবা দিতে পারছেনা। সেখানে ভাল ব্যাট ছাড়া খেলা যাবেনা। কি করব তা এখনো জানিনা।’
ভ্যানচালক বাবা মামুন হোসেন বলেন, ‘ মেয়ে ছোটবেলা থেকেই বিভিন্ন খেলায় পারদর্শী। খেলোয়ার হতে চাই। মেলাবের সেরা পেলেয়ার ( খেলোয়ার) হয়েছে। এবার ঢাকা শিশু একাডেমিতে খেলবে। একটা ভাল ব্যাট দরকার। স্কুলের ক্রীড়া স্যারের কাছে গিছিলাম। তিনি বলেছেন কিনে নেওগা। কিন্তু আমার তো তেমন সামর্থ নেই। এছাড়াও ঢাকা যাওয়া, আসা, থাকা অনেক টাকার ব্যাপার। সাহায্য পেলে ভাল হতো।’
তেবাড়িয়া ম্যাধমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন বলেন, রাবেয়া স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। তার খেলাধুলার প্রতি আগ্রহ আছে, রাবেয়া অর্থনীতির সাপোর্ট পেলে আরো অনেক দূর যাবে। সে ৫০ তম শীতকালীন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উচ্চ লাফে ২য় ও আঞ্চলিক পর্যায়ে ১ম স্থান অর্জন করে। আমি তার সাফল্য কামনা করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ‘ রাবেয়াকে ব্যাটের ব্যবস্থা করে দেওয়া হবে।’