অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস প্রচেষ্টায় অবশেষে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই শুরু হচ্ছে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে খোকসা বাসস্ট্যান্ডের সড়কের সম্প্রসারিত অংশের পুনঃসংস্কার। বুধবার বেলা সাড়ে ১১ টায় খোকসা বাসস্ট্যান্ড পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম। এ সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসও পরিদর্শন দলের সাথে উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, ২০১৯-২০ অর্থবছরের কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের সম্প্রসারিত অংশের খোকসা বাসস্ট্যান্ডের সড়কে কোনো বর্ধিত অংশ রাস্তার সংস্করণ সম্পন্ন না হওয়ায় সড়কটিতে হতাহতের ঘটনায় ফুসে উঠেছিল সাধারণ জনতা। বাসস্ট্যান্ডে ভ্যান ও যাতায়াতের জায়গা না থাকায় স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের দাবির বিষয়টি বৈজয়ন্ত বিশ্বাস মহোদয়সহ পৌর মেয়র অবহিত করায় আমরা জানতে পারি।
তিনি বলেন আগামী অর্থবছরের শুরুর প্রথম বা দ্বিতীয় সপ্তাহে রাজবাড়ী মহাসড়কের পাশে খোকসা বাসস্ট্যান্ডে বর্ধিত ত্রিভুজের অংশটি উঠিয়ে দেয়া হবে। পাশাপাশি সড়ক সমান্তরাল করা হবে। আগামী অর্থবছরের অর্থ বরাদ্দ সাপেক্ষে নতুন ডিজাইনে ডাইভারেশন তৈরি করে সড়কটির জনগণের যাতায়াতের জন্য নিরাপদময় করে তোলা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।