দীর্ঘ প্রটেষ্টার পর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের জোরালো প্রচেষ্টায় অবশেষে কুষ্টিয়ার খোকসা ও রাজবাড়ির পাংশা থামবে পদ্মা সেতু দিয়ে চলা ঢাকামুখী দ্রুতগামী ট্রেন বেনাপোল এক্সপ্রেস (৭৯৫/৭৯৬)। রবিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. শওকত জামিল মোহসী স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।
২৮ নভেম্বর রেলওয়ে পশ্চিমের মহাব্যবস্থাপকের দেয়া ৫৪.০১.৮১০০.১৫৪.০১.০২৬.১৯-০৭১ স্মারকের একটি চিঠির প্রেক্ষিতে এমন জনস্বার্থে এমন সিদ্ধান্ত দেয় বাংলাদেশ রেলওয়ে। একই সাথে
ওই পত্রে বলা হয়, খোকসা স্টেশনে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ৭৯৫/৭৯৬ নম্বর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ২ মিনিট যাত্রা বিরতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি পাংশা স্টেশনে খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচলকারী ৭২৫/৭২৬ নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ২ মিনিট যাত্রা বিরতির আদেশ দেয়া হয়।
এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে বেনাপোল এক্সপ্রেস ট্রেন খোকসা স্টেশনে এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেন পাংশা স্টেশনে ২ মিনিট করে যাত্রা বিরতি প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশও দেয়া হয়।
উল্লেখ্য খোকসার কৃতীমুখ ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের দফায় দফায় অনুরোধ করেন খোকসায় দ্রুতগামী এসব ট্রেনের যাত্রাবিরতি দেয়ায়। পাশাপাশি খোকসার এক গণমাধ্যমকর্মীও এ ব্যাপারে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এই আদেশ বাস্তবায়ন হওয়ায় বৈজয়ন্ত বিশ্বাসকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন খোকসার সকল স্তরের মানুষ। খোকসাকে নিয়ে তার এমন ভাবনাকে সাধুবাদ জানিয়েছে সবাই।