কুষ্টিয়ার খোকসায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফেরাম এর আযোজনে ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা এপ্রিল )বাদ আছর এ্যারাবিয়ান ফুড কর্ণারে খোকসা উপজেলার শিক্ষক মন্ডলী, কবি সাহিত্যিক, সাংবাদিক, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ কর্মীদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহন করেন বিশিষ্ট কবি ও সম্পাদক মুহ: রেজাউল করিম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আ: মালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সাইফুদ্দিন মজনু। অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির বিভিন্ন সামাজিক কা্র্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন, ইয়থ ডেভেপমেন্ট সমাজের সুবিধা বঞ্চিত হত-দরিদ্র মানুষের বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে তাদের এ সকল কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, পি.এম সিরাজুল ইসলাম, (এ্যাড: বাংলাদেশ সুপ্রিম কোর্ট )অধ্যাপক ওয়াজেদ বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানম কবি জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক সোহাগ মাহমুদ, সাংবাদিক মমিন হোসেন ডালিম, সাংবাদিক হুমায়ুন কবীর সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।