কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় পৃথক দু’টি অভিযানে ৮০ লক্ষ টাকার কোকেন উদ্ধার করেছে বিজিবি। রবিবার রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর উপজেলার আশ্রায়ন বিওপি টহল দল কর্তৃক পুরাতন ঠোটারপাড়া মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০.৩৮০ কেজি কোকেন উদ্ধার করে।
অপর দিকে সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর বিশেষ টহল দল কর্তৃক মিরপুর রেলওয়ে ষ্টেশনে রহনপুর হতে খুলনাগামী “মহানন্দা এক্সপ্রেস মেইল” ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১.২২০ কেজি কোকেন উদ্ধার করে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত রবিবার ও সোমবার পৃথক দুটি অভিযানে ১.৬০০ কেজি ভারতীয় কোকেন উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং উদ্ধার কৃত কোকেনের মুল্য আশি লক্ষ টাকা। এ বিষয়ে দৌলতপুর ও মিরপুর থানায় সাধারণ ডায়েরী করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।