২০০১ সালের ১ অক্টোবর তৎকালীন বিএনপি-জামায়াতের ভোট কারচুপি ও প্রহসনের নির্বাচন, গণতন্ত্র হরণ এবং পরবর্তী সময়ে সারাদেশে সন্ত্রাসী তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রলীগ। শনিবার (২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় পলিটেকনিক কলেজের বকুলতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।
কুষ্টিয়া পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আনাস পারভেজ, সাধারণ সম্পাদক শুভ আহমেদ,লিছান, সূর্য, রিয়েল,রাজন,হিরোক, শোভন, জয়, নয়ন সহ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন।
ছাত্রলীগ সভাপতি আনাস পারভেজ বলেন, নির্বাচনে জেতার সাথে সাথে দেশের মানুষের উপর চরম অত্যাচার শুরু করেছিল বিএনপি-জামায়াত-শিবির ক্যাডাররা। সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নারীদের পালাক্রমে ধর্ষণ। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর বর্বরোচিত হামলা, বাড়িঘর ভাঙচুর, মিথ্যা মামলা ও সীমাহীন অত্যাচার। দেশটাকে নরকে পরিণত করেছিল বিএনপি-জামায়াত সরকার।
তিনি বলেন, সেই দিনের স্মৃতি মানুষ এখনো ভুলে যায়নি বলেই দেশরত্ন শেখ হাসিনাকে বারবার ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে থাকবেন, দেশের মানুষ ততদিন ক্ষমতায় বসাবেন।