কুষ্টিয়ার দৌলতপুরে পানি ভর্তি বালতির মধ্যে পড়ে নিঝুম নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে শিশুটির মরদেহ পানি ভর্তি বালতির মধ্যে খুঁজে পায় পরিবারের লোকজন। মৃত শিশু নিঝুম উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের নয়ন আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে শিশুটি ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় টিউবওয়েলের কাছে গিয়ে পানি ভর্তি বালতির ভেতরে পড়ে যায়। পরে বালতির পানিতে ডুবে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ওয়ার্ডের মেম্বর জাহিদুল ইসলাম বলেন, রোববার সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে থাকা পানি ভর্তি বালতির মধ্যে পড়ে তার মৃত্যু হয়। শিশুটির মা বাবা খোঁজাখুঁজির পর বালতির ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।