শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন

কুষ্টিয়া হাই স্কুল এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাবানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মোঃ আল-মামুন তালুকদার।

প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মোঃ আল-মামুন তালুকদার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী সৃষ্টি করাতে শিক্ষক/ অভিভাবকের প্রতি পরামর্শ দেন তিনি প্রত্যাশা করেন এখান থেকেই হতে পারে জাতীয় পর্যায়ের একজন ভাল খেলোয়াড়। আমি চাই, এই সমস্ত শিক্ষার্থীরা জাতীয় খেলোয়াড় হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে এবং কুষ্টিয়ার সুনাম বয়ে আনতে সক্ষম হবে।

বিশেষ অতিথি ছিলেন শামীম আহমেদ খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ সাব্বির কাদেরী সবু । রবিবার সকাল ৯টায় স্কুলের নিজস্ব মাঠে ছাত্র শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক/অভিভাবিকা ও আগত আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক কবতুর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর