বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মানজারুল ইসলাম খোকন (দৌলতপুর) / ২৩৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন

কুষ্টিয়া দৌলতপুরের বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. রিন্টু হোসেন ওরফে বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুর ১২টায় উপজেলার ডাংমড়কা বাজারে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ এবং পরিবারের সদস্য সহ এলাকার কয়েক শত নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আজিমউদ্দিন, মোহাম্মদ আলী ও নিহত বাটুলের পিতা মো. ইসমাইল হোসেন। এসময় বক্তারা বাটুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।

উল্লেখ্য, গত ২৩ জুন সন্ধ্যায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের কামারপাড়া টেনশন মোড়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মো. রিন্টু হোসেন বাটুল (৩৯) নামে বীর মুক্তিযোদ্ধার সন্তান। নিহত বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর