কুষ্টিয়ার দৌলতপুরে বাবার উপর অভিমান করে আঁখি খাতুন নামের এক অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী তাঁর নিজ ঘরে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ দক্ষিণ পাড়া এলাকায় নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। স্কুল ছাত্রী আঁখি খাতুন (১৪) ওই গ্রামের মকলেস হোসেনের মেয়ে ও স্থানীয় একটি গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর থানা পুলিশ উপ পরিদর্শক (এস আই) প্রকাশ বলেন, বাড়িতে ওই মেয়ের বাবা বকাবকি করলে তার উপর অভিমান করে মঙ্গলবার দুপুরে নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে ওই স্কুল ছাত্রী। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হন্তান্তর করা হয়েছে।