কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন একটি ভাস্কর্য দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। হামলায় ভাস্কর্যের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত গেছে। পুলিশ হামলাকারীকে শনাক্তের চেষ্টা করছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে ভাস্কর্যের বিভিন্ন অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এ বিষয়ে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত গণমাধ্যমকে বলেন, ‘আমরা সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তাতে দেখা যাচ্ছে রাত দুইটার দিকে দুজন লোক ভাস্কর্য ভাঙচুর করছে। আমরা তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কুষ্টিয়ায় এ ধরনের ঘৃণিত কাজ কোনোভাবেই সহ্য করা হবে না। এ ঘটনা যারা ঘটিয়েছে এবং যারা ইন্ধন দিয়েছে, তাদের সবাইকে কঠিন শাস্তি পেতে হবে। ইতিমধ্যে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
কুষ্টিয়া পৌরসভা সূত্রে জানা যায়, গত নভেম্বর মাসে পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাঁচ রাস্তার মোড়ে আগে শাপলার একটি ভাস্কর্য ছিল। পরে সেটি ভেঙে সেখানে তিনটি প্রধান সড়কের দিকে মুখ করে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নতুন করে করা হচ্ছে।
এই তিনটি ভাস্কর্যের নিচের দিকে জাতীয় চার নেতার মুর্যাল থাকবে বলে জানা গেছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। ১৭ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে মজমপুরের দিকে মুখ করে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেওয়ার একটি ভাস্কর্য তৈরির কাজ প্রায় শেষের দিকে ছিল।