শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

ফ্রান্সের এএফআইইএলডি ফেলো হলেন খোকসার শাওন আকন্দ

মনিরুল ইসলাম মনি / ১১৯৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৪:০৩ অপরাহ্ন

ফ্রান্সের এএফআইইএলডি ফেলোশিপ লাভ করেছেন অশ্রু আর্কাইভের প্রতিষ্ঠাতা কিউরেটর, শিল্পী ও গবেষক শাওন আকন্দ। তিনি কুষ্টিয়িার খোকসার চাঁদট গ্রামের মরহুম আবুল হোসেনের পুত্র।

প্রসঙ্গত ‘কাউন্সিল’ নামে ফ্রান্সের একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিবছর পৃথিবীর তিনজন গুরুত্বপূর্ণ শিল্পী ও সাংস্কৃতিক উদ্যোক্তাকে এই পুরস্কারের জন্য নির্বাচন করে থাকে। যারা সামাজিক শিল্পচর্চার মাধ্যমে আর্টকে ব্যবহার করে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখেন। এ বছর শাওন আকন্দ ছাড়াও সিরিয়া এবং ব্রাজিলের দুইজন শিল্পী এই ফেলোশিপ অর্জন করেছেন।

শাওন আকন্দ এই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন তার উদ্যোগ ঐতিহ্যবাহী ও সমকালীন শিল্পকেন্দ্র ‘যথাশিল্প’ এর জন্য, যারা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিতে কাজ করে চলেছেন।

২০১৬ সাল থেকে যৌথশিল্প গড়ে তোলেন তিনি। যেখানে বিভিন্ন শ্রেণির চারুপণ্য (যেমন- ফাইন শিল্প, লোক শিল্প, দেশীয় শিল্প, কারুশিল্প ইত্যাদি) জাতিগত নিজস্ব আর্ট তৈরিতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে তার প্রতিষ্ঠান গ্রামের পাশাপাশি শহুরে মানুষদের কারিগর এবং ঐতিহ্যবাহী লোকশিল্পীদের সাথে কাজ করে চলেছেন। এর মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি, জামদানি তাঁতি, সিনেমার ব্যানার পেইন্টার এবং রিকশা শিল্পীদের পাশাপাশি দক্ষ মহিলাদের অন্তর্ভুক্ত করেছে। এটি ঐতিহ্যবাহী এবং সমসাময়িক একাডেমিক শিল্পীদের মধ্যে আদান প্রদানের জায়গা হিসাবে কাজ করে।

২০১৬ সালে শাওন আকন্দ কুষ্টিয়ায় একটি অলাভজনক সংস্থা অশ্রু আর্কাইভ গবেষণা ও সংস্থান কেন্দ্র প্রতিষ্ঠা করেন। চালু হওয়া ক্র্যাক ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্পের সহ-প্রতিষ্ঠাতা, তরুণ শিল্পী ও চিন্তাবিদদের আন্তর্জাতিকভাবে সংস্কারহীনভাবে বাণিজ্যিক পরিবেশে বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে সনাতন বাউল দর্শনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তিনি।

শিল্পী হিসাবে, আকন্দের কাজের সংস্থা চিত্রকলা, প্রিন্ট মেকিং, ইনস্টলেশন, ফটোগ্রাফি এবং ভিডিওর মাধ্যমে সামাজিক এবং রাজনৈতিক কাঠামোর বিষয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি সহ সাংস্কৃতিক মানদণ্ডকে প্রশ্ন করে। তাঁর শিল্পকর্মগুলি বিদেশে এবং বিদেশে প্রদর্শিত হয়েছে। তিনি ২০১২ সাল থেকে আর্ট এশিয়া প্যাসিফিক আলমানাক অবদান রেখে চলেছেন। তার প্রকাশনার মধ্যে রয়েছে- বাংলাদেশ ফোক আর্টের একটি রূপরেখা, বাংলাদেশের টেক্সটাইল ট্র্যাডিশনস, বাংলাদেশে সিনেমা ব্যানার পেইন্টিং, দ্য টেন্ডেন্সি অফ মডার্ন আর্ট বাংলাদেশে।

শাওন আকন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রশিক্ষণপ্রাপ্ত। বর্তমানে যৌথশিল্পে একজন পরিচালক হিসাবে কাজ করছেন। চারুকলা অনুশীলনের মাধ্যমে এ খাতের বিকাশের জন্য কাজ করে চলেছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর