শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

আকরাম হোসেন / ৫৫২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ৪:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় একরামুল (৪২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বাঁশগ্রাম বাজার থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার কমলাপুর বাজার সংলগ্ন গোপালপুর এলাকার মৃত শাহাদতের ছেলে।

জানা যায়, দুইদিন আগে জহুরা খাতুন নামে একটি ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি মূলক পোষ্ট দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আটককৃত ব্যক্তিকে সন্দেহ করে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধায় বাঁশগ্রাম ছন্দ স্টুডিও ঘেরাও করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। পরবর্তীতে খবর পেয়ে বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, ফেসবুকে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করা নিয়ে একরাম নামের একজন ঘিরে রেখেছিল জনগণ। খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাকে আনতে একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর