শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে দৌলতপুর যুবলীগের সমাবেশ

মানজারুল ইসলাম খোকন (দৌলতপুর) / ১৪১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৬:১৩ অপরাহ্ন

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে হত্যাকান্ডের প্রতিবাদে সমাবেশ ও দোয়া মাহফিল করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগ। বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে শুক্রবার বিকেল ৫ টায় দৌলতখালী মাদ্রাসা মাঠে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে এই সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজের সঞ্চালনায় সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হালসানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহিরুল ইসলাম, বোয়ালিয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস, ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার হাসিমুদ্দিন হাসু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইজরাইল কর্তৃক ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে যে দোয়া মাহফিলের আয়োজন করেছে। তারি ধারাবাহিকতায় আজ আমরা দৌলতপুরে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল করছি।

বক্তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোন কিছুর বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের চাওয়া। আগামী জাতীয় নির্বাচনে দৌলতপুর আসনে জন জরিপ করে মনোনয়ন দেবেন। কারণ দৌলতপুরের মাটিতে একমাত্র চৌধুরী পরিবার হচ্ছে তৃণমূল আওয়ামী লীগের নিরাপদ আশ্রয়স্থল। তাই আমরা আগামী নির্বাচনে চৌধুরী পরিবারই যাতে নৌকার মনোনয়ন আসে সেই আশা ব্যক্ত করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর