বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম দিনে খোকসায় আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক / ৮২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:১৬ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহীয়সী এ নারীর জীবন দর্শনের বর্তমান নারীদের অনুকরণে হতে পারে। দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী সমাজকে শিক্ষিত করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন আদর্শের অনুসারী করে গড়ে তুলতে পারলেই আগামী উন্নত বিশ্বে পদার্পণ করা আমাদের জন্য সহজ হবে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এ কথা বলেন।

খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক, খোকসাথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসহাক আলী ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।

খোকসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। এই মহীয়সী নারীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান নারী সমাজকে উজ্জীবিত করতে পারলেই আমরা আগামী উন্নত বিশ্বের গর্বিত জাতি হিসাবে প্রতিষ্ঠা করতে পারব।
উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী মসজিদের ইমাম, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
পরের মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুঃস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর